লেক থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
৮ মার্চ ২০২১ ১৯:৪৬
ঢাকা: রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় অস্ট্রেলিয়ান স্কুলের পাশের একটি লেক থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুপুরে সংবাদ পেয়ে অস্ট্রলিয়ান স্কুলের পাশ থেকে লেকের পানি থেকে মৃতদহটি উদ্ধার করা হয়। তবে কোনো পরিচয় পাওয়া যায়নি।
এসআই আরও জানান, মৃতদেহের পরনে একটি হাফ প্যান্ট ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিছু তাবিজ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন আলামত নিয়ে গেছে।
সুরতহাল সম্পন্ন করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/একে