পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে নারীরাও
৮ মার্চ ২০২১ ১৮:১৮ | আপডেট: ৮ মার্চ ২০২১ ১৯:৫৯
বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পাহারা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষার মতো ঝুঁকিপূর্ণ পেশায় পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন নারীরা। একইসঙ্গে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরেও রয়েছে তাদের সরব পদচারণা। প্রায় প্রতিটি সেক্টরে রয়েছে নারীদের অবদান। কাজের মাধ্যমে নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের প্রতিও দায়িত্ব পালন করছেন তারা।
একটা সময় ছিল যখন নারী মানেই ভাবা হতো তারা বাড়িতে রান্নার কাজ করবেন ও সন্তানদের দেখভাল করবেন, ঘর সামলাবেন। তারা ঘরের বাইরে বের হতে পারবেন না, থাকতে হবে চার দেওয়ালে বন্দি। কিন্তু সেই অবস্থা থেকে অনেকটাই বেরিয়ে এসে নারীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেয়েছেন। বহিশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় সীমান্তে অস্ত্র হাতে পাহারার পাশাপাশি, বন্দর দিয়ে আমদানি রফতানির পণ্য রেজিস্ট্রারে লিপিবদ্ধ, দু’দেশের মাঝে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের তথ্য ও ব্যাগেজ তল্লাশি, আইনশৃঙ্খলা রক্ষা, নারী চোরাকারবারী ও নারী অপরাধী আটকসহ প্রশাসনিক বিভিন্ন দফতরে তারা রেখেছেন দক্ষতার স্বাক্ষর।
শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও শার্শা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দু’জনই নারী। এছাড়া সীমান্তে বিজিবি’র ১৫ জন, বেনাপোল পোর্ট থানায় তিনজন নারী কনস্টেবল ও একজন এএসআই এবং শার্শা থানায় আটজন নারী কনস্টেবল ও দুইজন নারী এএসআই দায়িত্ব পালন করছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, পুলিশ বাহিনীতে পুরুষ সদস্যের সঙ্গে নারী সদস্যরাও ভালো কাজ করছেন। পুরো দেশের মতো বেনাপোল পোর্ট থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক চালু রয়েছে। এখানে একজন এএসআইসহ তিনজন নারী কনস্টেবল কর্মরত রয়েছেন। তারা নারী আসামিদের গ্রেফতার, তল্লাশি ও থানায় আগত নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের সেবা প্রদানসহ দক্ষতার সঙ্গে দাফতরিক নানা কাজ করে যাচ্ছেন। যারা এই ডেস্ক থেকে সেবা নিয়ে গেছেন পরবর্তীতে ভিন্ন অফিসারকে দিয়ে তাদের মতামত জানার চেষ্টা করেছিলাম, তারা প্রত্যেকেই নারী পুলিশ সদস্যদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। যা পুলিশের জন্য নতুন মাইলফলক।
শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে এখন নারী সদস্যরা বিশেষ ভূমিকা রাখছে। পুরুষদের পাশাপাশি আমরাও আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট ও বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে আমাদের ১৫ নারী বিজিবি কাজ করছেন। গুরুতপূর্ণ বেনাপোল চেকপোস্টে নারী যাত্রীদের সেবা দেওয়া ও চোরাচালান রোধে আমাদের নারী সদস্যরা বিশেষ ভূমিকা পালন করছেন। এছাড়াও বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়োজিত রয়েছে তারা। পুরুষদের পাশাপাশি নারী সদস্যরাও একই রকম ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও নারী বিজিবি সদস্যরা যেসব চোরাচালান পণ্য ধরছেন, সেগুলো নিয়ে তারা নিজেরাই বাদী হয়ে মামলা করছেন।
সারাবাংলা/এসএনইউ/এনএস