Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীরা নিজ যোগ্যতায় এগিয়ে আছে : প্রথম নারী সিজিডিএফ

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২১ ১৮:০৪

ঢাকা: নারীরা ঘর থেকে শুরু করে সরকারি-বেসরকারি অফিস-আদালতে তার নিজ যোগ্যতার বলেই এগিয়ে আছে। নারীকে ছোট বা খাটো করে দেখার কিছু নেই। নারীদেরও পুরুষের মতো সমান মেধা, জ্ঞান ও চেষ্টা রয়েছে বলে জানিয়েছেন ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) প্রথম নারী কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মনোয়ারা হাবীব।

সোমবার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় সিজিডিএফ কার্যালয়ে ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মনোয়ারা হাবীব বলেন, ‘আমি বিশ্বাস করি বছরের মাত্র একটি দিন নয় প্রতিটি দিনই নারীর, প্রতিটি দিনই পুরুষের। নারী পুরুষ একে অপরের পরিপূরক। কোন কোন ক্ষেত্রে নারী অনেক এগিয়ে, আবার কোনও ক্ষেত্রে পুরুষ এগিয়ে। মানুষ হিসেবে উভয়েই সমান মর্যাদা, সম্মান ও শ্রদ্ধার যোগ্য।’

মনোয়ারা হাবীব আরও বলেন, ‘নারীরা তার নিজ যোগ্যতার বলে ভালো অবস্থান তৈরি করে নিতে পারে। তাদের স্বপ্নকে বাস্তবায়নে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে পরিবার থেকে শুরু করে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। একজন কর্মজীবী নারীকে ঘর ও অফিস একসঙ্গে সামলানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। এক্ষেত্রে পরিবারের যে সকল পুরুষ বা অন্যান্য সদস্য রয়েছেন তাদের উচিত কর্মজীবী নারীর পাশে দাঁড়ানো, তার ঘরের কাজে একটু সহযোগিতা করা।’

সিজিডিএফ মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি এসএফসি (ডিপি) ডা. তানজিনা ইসলাম ও বিভাগের উর্ধ্বতন নারী কর্মকর্তারা। এসময় কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

বিজ্ঞাপন

সভাপতিত্বের বক্তব্যে ডা. তানজিনা ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার দুটি লাইন ‘কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারী; প্রেরণা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষ্মী নারী’ দিয়ে শুরু করে বলেন, সৃষ্টির শুরু থেকে প্রতিটি কাজে নারীর অবদান রয়েছে। ধর্ম থেকে সমাজ এবং দেশের উন্নয়নেও নারীর ভূমিকা অনস্বীকার্য। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও নারী। নারী এখন আর অবহেলার নয়, পিছিয়ে পড়া জায়গায় নয়। দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে যেতে হবে নারীকে।

আলোচনা সভায় জেসিজিডিএফ মোহাম্মদ আমীমূল এহসান কবীর, এফসি (আর্মি) পে-১ রওনক তাসলিমা, জেএফসি (এয়ার) সেলিনা খন্দকার, ডিএফসি (ডিপি) কাজী মাহেজাবিন ফাতেমাসহ বিভাগীয় অন্যান্য নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি সিজিডিএফ কার্যালয়ে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের (ডিএফডি) বিভাগীয় প্রধান কর্মকর্তা সিজিডিএফ হিসেবে যোগদান করেন মনোয়ারা বেগম। সিজিডিএফ হিসেবে যোগদানের আগেও তিনি প্রথম নারী হিসেবে অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কর্মকর্তা (ডেপুটি সিএজি সিনিয়র) পদে কর্মরত ছিলেন।

সারাবাংলা/একে

নারী দিবস সিজিডিএফ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর