Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘ছাত্রলীগ কর্মী’ খুনে আটক ৬

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২১ ১৬:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারির মধ্যে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার (৭ মার্চ) রাতভর নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

বিজ্ঞাপন

ওসি প্রিটন সরকার সারাবাংলাকে বলেন, ‘হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ আমরা সংগ্রহ করি। সেখানে মারামারিতে জড়িত কয়েকজনের তথ্য আমরা পাই। প্রত্যক্ষদর্শী কয়েকজনও মারামারিতে জড়িতদের নাম-পরিচয় জানিয়েছে। আমরা অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছি। নিহতের পরিবার বিকেলে মামলা করবে বলে জানিয়েছে। আটক ছয়জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

আটক ছয় জন হলো- সোহেল, রুবেল, লিটন, হযরত, কালু ও আহসান কবির।

এর আগে, রোববার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরের বাংলাবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি হয়। এতে ছুরিকাঘাতের শিকার হয়ে একজন মারা যান।

নিহত মো. ইমন (২৭) ওই এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা নুর কাশেমের ছেলে। ঘনিষ্ঠদের দাবি, ইমন বায়েজিদ বোস্তামি থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

তবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর জানিয়েছেন, নিহত ইমন নগর ছাত্রলীগের ঘোষিত কমিটির সদস্য নন। তাদের কমিটির বিপরীতে ঘোষিত পাল্টা কমিটির সদস্য হিসেবে ইমন পরিচয় দিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

ছাত্রলীগ কর্মী যুবক খুন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর