Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে হাছিনা গাজীর উদ্যোগে নারী দিবসে আলোচনা সভা-র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২১ ১৬:২৫

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার (৮ মার্চ) সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ব‌লেন, ‘মূল জনগোষ্ঠীর অর্ধেক নারী। নারীদের উন্নয়নের বাইরে রেখে কখনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কোনো দেশই মূল জনগোষ্ঠীর একটি অংশকে বাদ দিয়ে উন্নয়ন করতে পারে না। সমাজের সবাইকে সঙ্গে করেই আমাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।’

বিজ্ঞাপন

তারা আরও ব‌লেন, ‘রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর নেতৃ‌ত্বে রূপগ‌ঞ্জে সর্বক্ষে‌ত্রে পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়ে আসছে। শিক্ষা, ক্রীড়া, রাজনী‌তি এবং সৃজনশীল ক্ষেত্রে নারীরা তাদের পুরুষ সহকর্মীর সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। রূপগ‌ঞ্জে আজকের নারী জাগরণের অগ্রদূত হা‌ছিনা গাজী।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা হা‌ফিজা বেগম, উপ‌জেলা ম‌হিলালী‌গের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপ‌জেলা ম‌হিলা লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক রে‌হেনা বেগম, উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতাসহ স্থানীয় ম‌হিলালীগ ও যুবম‌হিলা লী‌গের নেত্রীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হ‌য়ছে। সোমবার (৮ মার্চ) সকালে উপজেলার তারাবো পৌরসভা কার্যাল‌য়ে এ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, তারাবো পৌরসভার নগর পরিকল্পনাবিদ নিগার সুলতানা, তারাবো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, লায়লা পারভীন, জোসনা বেগম ও মাহফুজা আক্তার, তারা‌বো পৌরসভা যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি পারুল আক্তার, সাধারণ সম্পাদক বি‌বি হাওয়া শি‌ল্পিসহ অনেকে।

সারাবাংলা/এমও

আলোচনা সভা-র‌্যালি হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর