Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেস ক্লাবে পুলিশের ওপর হামলা, যুবদল নেতাসহ ৮ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২১ ১৫:৪৫

ঢাকা: বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা ও দাঙ্গা করার অভিযোগে গ্রেফতার হওয়া যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুসহ ৮ জনের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৮ মার্চ) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন- রফিকুল আলম মজনু, আ. খালেক টিপু, রাসেল ওরফে সৌরভ রাসেল, দিল গনি, শহিদুল ইসলাম, মোশারফ, আবুল কাশেম এবং ওয়াহিদ।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আব্দুল্লাহ গত ৫ জানুয়ারি আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালত রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করে দেন। শুনানির সময় ৮ আসামিকে আদালতে হাজির করা হয়।

এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনে বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নাকচ করে প্রত্যেকের এ রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারিত রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ডেকে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়, ইটপাটকেল ছোড়ে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এই হামলার ঘটনায় রাতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/এআই/এনএস

টপ নিউজ যুবদল রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর