Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২১ ১৪:৩১

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে ‘ভাই ভাই স্পিনিং মিলে’র এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ মার্চ) সকালে পুলিশ ধর্ষণে অভিযুক্ত প্রেমিক আশিককে (২১) গ্রেফতার করেছে।

আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী শ্রমিকের সঙ্গে লেগুনা চালক আশিকের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। গত ৬/৭ মাস আগে আশিক নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে সে বিয়ে করার প্রলোভনে ওই শ্রমিককে একাধিকবার ধর্ষণ করে। গত ১ ডিসেম্বর রাতে আশিক তাকে ফের ধর্ষণ করে। পরে এ ঘটনার বিচার চাওয়ার কথা বললে আশিক তাকে বিয়ে করবে বলে চুপ থাকতে বলে। সম্প্রতি ওই শ্রমিক অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আশিক গা ঢাকা দেয়।

বিজ্ঞাপন

স্থানীয়ভাবে জানিয়ে এ ঘটনায় বিচার না পে‌য়ে গতকাল রোববার (৭ মার্চ) রাতে ধর্ষক আশিকের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী শ্রমিক। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার (৮ মার্চ) সকালে আশিককে আড়াইহাজার বাজার থেকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

ধর্ষণের অভিযোগ নারী শ্রমিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর