Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছাত্রলীগের দুগ্রুপের মারামারিতে নিহত ১

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২১ ২৩:১৫ | আপডেট: ৮ মার্চ ২০২১ ০০:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারির মধ্যে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক বায়েজিদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠরা।

রোববার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. ইমন (২৭) ওই এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা নুর কাশেমের ছেলে।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক সারাবাংলাকে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সোহেল গ্রুপ ও রিপন গ্রুপের মধ্যে মারামারি হয়। ছুরিকাঘাতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয়রা জানিয়েছেন, নিহত ইমন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক তানভীর আহমেদের অনুসারী সোহেল গ্রুপের কর্মী। তারা হামলার একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারী রিপন গ্রুপের কর্মী।

উভয় গ্রুপই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

আহত অবস্থায় ইমনকে চমেক হাসপাতালে নিয়ে যান স্থানীয় যুবক মো. ইয়াসিন হোসাইন রাব্বি।

নিজেকে বায়েজিদ বোস্তামি থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য পরিচয় দেওয়া ইয়াসিন সারাবাংলাকে বলেন, ‘তিনদিন আগেও মহিউদ্দিন গ্রুপের ছেলেরা আমাদের তানভীর গ্রুপের ওপর হামলা করে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এরপর আজ আবার হামলা করেছে।’

পেশায় সিএনজি অটোরিকশা চালক ইমনও বায়েজিদ বোস্তামি থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য বলে ইয়াসিন জানান।

বিজ্ঞাপন

তবে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর জানিয়েছেন, নিহত ইমন নগর ছাত্রলীগের ঘোষিত কমিটির সদস্য নন। পাল্টা ঘোষিত কমিটির সদস্য হিসেবে ইমন পরিচয় দিত।

সারাবাংলা/আরডি/এমআই

টপ নিউজ নিহত মারামারি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর