Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে ২ মাসে নতুন বিনিয়োগকারী ১ লাখ ১০ হাজার

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২১ ২০:৩৩ | আপডেট: ৭ মার্চ ২০২১ ২০:৩৬

ঢাকা: পুঁজিবাজারের প্রতি আবারও আগ্রহ বাড়ছে সাধারণ বিনিয়োগকারীদের। নতুন বছরের প্রথম দুই মাসে পুঁজিবাজারে নতুন করে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন নতুন বিনিয়োগকারী প্রবেশ করেছে। এর মধ্যে বছরের প্রথম মাস জানুয়ারিতে নতুন বিনিয়োগকারী প্রবেশ করেছে ৮১ হাজার ৮২৯ জন এবং সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে নতুন বিনিযোগ এসেছে ২৮ হাজার ৩৫৮ জন। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিপিডিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সিডিবিএল-এর সবশেষ তথ্য অনুযায়ী গত ৩১ ডিসেম্বর ২০২০ সালে পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ছিল ২৫ লাখ ৫২ হাজার ১৬৮টি। চলতি বছরের ফেব্রুয়ারি মাস শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৬২ হাজার ২৫৭টিতে। ফলে চলতি বছরের প্রথম দুই মাসে বিও হিসাব বেড়েছে ১ লাখ ১০ হাজার ১৮৭টি। মোট বিও হিসাবের মধ্যে বর্তমানে পুরুষ বিও হিসাবের সংখ্যা ১৯ লাখ ৬১ হাজার ৩৯৬ জন, নারী বিও হিসাব ৬ লাখ ৮৬ হাজার ৭৩৫ জন।

বিজ্ঞাপন

এছাড়া মোট বিনিয়োগকারীর মধ্যে দেশে অবস্থানকারী বিও হিসাবের সংখ্যা ২৪ লাখ ৮৬ হাজার ১৫৫টি এবং বিদেশি অবস্থানকারী (এনআরবি) বিও হিসাবের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৭৭৬ জন। এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা ১৪ হাজার ২২৬টি।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, গত ছয় মাস ধরে পুঁজিবাজার অনেকটা স্বাভাবিক অবস্থায় বিদ্যামান রয়েছে। বাজারে অস্বাভাবিক উত্থান কিংবা পতন কোনোটাই হচ্ছে না। ফলে পুঁজিবাজারের প্রতি আবারও সাধারণ বিনিযোগকারীদের আগ্রহ বাড়ছে। আর এই কারণে বাজারে প্রতি মাসেই নতুন বিনিয়োগকারী প্রবেশ করছে।

এ ব্যাপারে পুঁজিবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আবু আহমেদ সারাবাংলাকে বলেন, বর্তমান কমিশন গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজার স্বাভাবিক করণে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। নতুন কমিশনের নানা উদ্যোগের কারণে পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরেছে। বাজারে অস্বাভাবিক উত্থান কিংবা পতন হচ্ছে না। এতে করে বিনিয়োগে যোগকারীদের পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরতে শুরু করেছে। আর এই কারণে বাজারে নতুন নতুন বিনিয়োগকারী প্রবেশ করছেন।

আবু আহমেদ বলেন, ‘পুঁজিবাজারে সূচকের উঠানামা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কেউ যাতে বাজারে কোনো ধরনের কারসাজি করতে না পারে সেদিকে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি রাকতে হবে।’

তিনি বলেন, ‘পুঁজিবাজারে দীর্ঘদিন পর নতুন বিনিয়োগকারী প্রবেশ করছে। এসব বিনিয়োগকারী যাতে কারসাজির কারণে কোনো ক্ষতিগ্রস্থ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

সারাবাংলা/জিএস/এমআই

টপ নিউজ পুঁজি বাজার বিও বিনিয়োগকারী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর