Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর লাশ হাসপাতালে রেখেই স্বামীর পলায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২১ ১৯:৩৪

বগুড়া: জেলার ধুনট উপজেলায় দুলালি খাতুন(১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আর গৃহবধুর লাশ হাসপাতালে রেখেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মৃত গৃহবধূর স্বামীর নাম মজনু মিয়ার (২১)। তিনি পেশায় রাজমিস্ত্রী। রবিবার (৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ধুনট পৌর এলাকার চরপাড়ার চান্দু ফকিরের মেয়ে দুলালি খাতুনের সঙ্গে একই উপজেলার বেলকুচি গ্রামের আনোয়ারের ছেলে মজনু মিয়ার মাত্র ৪ মাস আগে বিয়ে হয়েছিল। এর মধ্যে রবিবার সকালে মজনু মিয়া তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরেই স্বামী মজনুসহ অন্যরা মরদেহ রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি কৃপা সিন্ধু বালা জানান, সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করা হয়। মৃতদেহের গলায় দাগ ছিল। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটি জানা যায়নি।

সারাবাংলা/এনএস

গৃহবধূর মৃত্যু বগুড়া লাশ রেখেই স্বামীর পলায়ন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর