নেত্রকোনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
৭ মার্চ ২০২১ ১৮:৩৪ | আপডেট: ৭ মার্চ ২০২১ ১৮:৪০
নেত্রকোনা: দুর্গাপুর উপজেলায় কাকৈরগড়া ইউনিয়নের পশ্চিম গুদারিয়া গ্রামে রূপা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৭ মার্চ) বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূ রূপা আক্তার পশ্চিম গুদারিয়া গ্রামের নূর জামালের স্ত্রী এবং একই গ্রামের আব্দুল হামিদের কন্যা। প্রায় ৯ মাস আগে রূপা ও নূর জামালের বিয়ে হয়।
এসআই আব্দুল করিম জানান, শনিবার রাত ১০টার দিকে স্বামী-স্ত্রী রাতে ঘুমাতে যান। মাঝরাতে গৃহবধূর স্বামী নূর জামাল দেখতে পান তার স্ত্রী রূপা দুচালা টিনের শয়ন ঘরে ধরনার সঙ্গে ঝুলে আছে। রোববার সকালে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।