Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফুড প্রসেসিং ও মোটরযান শিল্পে বিনিয়োগে আগ্রহী ভারত’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২১ ১৮:৪০ | আপডেট: ৭ মার্চ ২০২১ ১৮:৪২

ঢাকা: ফুড প্রসেসিং ও মোটরযান শিল্পে বিনিয়োগে ভারতের আগ্রহের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে ফুড প্রসেসিং শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী ভারত। এছাড়া আখাউড়া স্থল বন্দর এবং বেনাপোল বন্দর উন্নয়ন এবং সীমান্ত হাট নিয়েও ভারতের আগ্রহ আছে।’

রোববার (৭ মার্চ) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে সফররত ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের সচিব অনুপ ওয়াদহাওয়ান-এর সঙ্গে সচিবালয়ে এক বৈঠক করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। এই সময়টিকে স্মরণীয় রাখতে দুদেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা এই সময়ে সমাধান করতে উভয় দেশই আগ্রহী। এই ক্ষেত্রে আখাউড়া স্থল বন্দর, বেনাপোল এই দুই স্থল বন্দরের মাধ্যমে দুদেশের মধ্যে আরও বেশি পণ্য কিভাবে সরবরাহ করা যায় বৈঠকে সেগুলো উঠে এসেছে।’

‘এছাড়া সীমান্ত হাটের সংখ্যা বাড়ানো এবং এর মাধ্যমে কিভাবে দুই দেশের জনগণের মাঝে আরও সম্পর্ক বাড়ানো যায় সেটিও বৈঠকে উঠে আসে’—বলেন বাণিজ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ‘ভারতের ওপর পেঁয়াজের ব্যাপারে বেশি নির্ভর করা ঠিক হবে না। কারণ প্রায় সময়েই ভারতে পেঁয়াজের ঘাটতি দেখা দেয়। তাই মিয়ানমার, চীন, তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে বিকল্প বাজার ধরে রাখতে হবে।’

তিনি আও বলেন, ‘গ্রীষ্মকালে যাতে পেঁয়াজ চাষ করা যায় সে বিষয়ে বাংলাদেশ ভারতের সহায়তা চেযেছে। ভারত তাতে আগ্রহ প্রকাশ করেছে।’

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসাবে টিসিবির মাধ্যমে ২৫ হাজার টন পেঁয়াজ আমদানির করা হচ্ছে।’

সারাবাংলা/জিএস/এমআই

টপ নিউজ টিপু মুনশি পেঁয়াজ বিনিয়োগ ভারত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর