৭ মার্চ উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত
৭ মার্চ ২০২১ ১৭:১৪ | আপডেট: ৭ মার্চ ২০২১ ১৮:০৮
ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মার্চ) দুপুরে বাদ জোহর বিশেষ এই মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ বাকী। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকরা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এছাড়া ৭ মার্চ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও সকল অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
এদিকে, ৭ মার্চ উপলক্ষে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য সকল মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটিসহ সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এসএসএ