Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

সারাবাংলা ডেস্ক
৭ মার্চ ২০২১ ১৭:০৬

যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও নূর মোহাম্মদ ট্রাস্টের যৌথ উদ্যোগে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে বিনামূল্যে গাইনি, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবা, কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। চিকিৎসা শিবিরে ১ হাজার ৫৫৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধ দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠান শেষে অসহায় দরিদ্র মানুষেরে মাঝে নগদ অর্থ দেওয়া হয়।

সারাবাংলা/এমও

বিনামূল্যে চিকিৎসা সেবা যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর