Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা চাওয়ায় মারধর, যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২১ ১৬:৩৫

নেত্রকোনা: জেলার মদনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মাসুদ (৩৫) নামে একজন নিহত হয়েছে। রোববার (৭ মার্চ) ভোর রাতে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মাসুদ মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের ইজ্জত আলীর ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঁশরী গ্রামের তানভীরের কাছে মাসুদ মিয়ার সাড়ে ৬ হাজার টাকা পাওনা ছিল। শনিবার সন্ধ্যার পর তানভীরের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ‍তানভীর উত্তেজিত হয়ে মাসুদ মিয়ার মুখে ও শরীরের বিভিন্ন অংশে ঘুষি মারতে থাকে। এতে মাসুদ মিয়া মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা রাতেই মদন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হলে ভোর রাত ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

নেত্রকোনা পাওনা টাকা মারধর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর