Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ৭ বিঘা জমিতে পপি চাষ, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২১ ১৫:৩৮ | আপডেট: ৭ মার্চ ২০২১ ১৫:৩৯

জয়পুরহাট: সদর উপজেলার পুরানাপৈল বনখুর মাঠে অভিযান চালিয়ে সাত বিঘা জমির পপি গাছ ধ্বংস করেছে র‌্যাব। এ সময় নিষিদ্ধ পপি চাষের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

কৃষকদের দাবি, তরকারির সুস্বাদু উপাদেয় পোস্তদানা মসলার জন্য এসব কৃষকেরা পপি চাষ করেছিলেন। তাদের জানা ছিল না এটা নিষিদ্ধ।

আটককৃত হলেন- জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের মৃত বিপুল চন্দ্র দাসের ছেলে রাজেন্দ্রনাথ দাস (৬০), মৃত রুপচাঁন মণ্ডলের ছেলে নইমুদ্দিন মণ্ডল (৬০), বড়তাজপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫), পাঁচবিবি উপজেলার পুর্ব বালিঘাটা গ্রামের আব্দুল রউফ ওরফে রবের ছেলে রিপন সর্দার (৩৭) ও বালিঘাটা বাজারের মৃত কুমুণ্ড বিহারী দাসের ছেলে নেপাল চন্দ্র দাস (৫২)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল বনখুর গ্রামে তরকারির সুস্বাদু উপাদেয় মসলা ভেবে আফিম জাতিয় নেশার আবাদ পপি চাষ শুরু হয় ৩ বছর আগে। অল্প খরচে পপি চাষ করে অধিক টাকা লাভ হওয়ায় বর্তমানে এ ফসলের চাষ বেড়েছে প্রায় ৭ বিঘা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে পপি ক্ষেতগুলো কেটে সেগুলো জব্দ করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সদস্যরা।

তিনি বলেন, ওই ৭ বিঘা জমিতে ৪ লাখ ২৩ হাজার ৫০০ গাছে ১৬ লাখ ৯৪ হাজার পিস পপি গাছ কেটে তা র‌্যাব হেফাজতে নেওয়া পর সেগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজন চাষীর সকলে আটক করা হয়েছে।

আটককৃতদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করাসহ সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাব অধিনায়ক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

টপ নিউজ পপি চাষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর