Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চের ভাষ‌ণের ৫০ বছর পূ‌র্তি, কায়েতপাড়া আ.লী‌গের আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৭ মার্চ ২০২১ ১৪:৩৩

নারায়ণগঞ্জ: জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ঐতিহাসিক ৭ মার্চের ভাষ‌ণের ৫০ বছর পূ‌র্তি উপলক্ষে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে কা‌য়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লী‌গের উদ্যোগে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় রোববার (৭ মার্চ) দুপু‌রে উপ‌জেলার পূর্বগ্রাম এলাকায় পূর্বগ্রাম বহুমু‌খি উচ্চ বিদ্যালয়ের অ‌ডি‌টো‌রিয়া‌মে কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠ‌নের উদ্যোগে এ আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা শ্রী র‌বি রা‌য়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সা‌বেক কার্যকরী সদস্য হাজী মোহাম্মদ আলাউদ্দিন, উপ‌জেলা যুবলী‌গের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহ‌সিন মিয়া, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সি‌নিয়র সহসভাপ‌তি শা‌হিন খান, কা‌য়েতপাড়া ইউনিয়ন মহিলা লী‌গের সভাপ‌তি জোসনা বেগম, সাধারণ সম্পাদক আরজুদা বেগম, পূর্বগ্রাম বহুমু‌খি উচ্চ বিদ্যালয়ের এম এ মান্নানসহ অনেকে।

এসময়‌ বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ক‌রে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন কা‌য়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী।

সারাবাংলা/এসএসএ

৭ মার্চ ভাষণ আলোচনা সভা কায়েতপাড়া আ.লী‌গ