Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২১ ২১:১৪

নেত্রকোনা: ময়মনসিংহে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় (৫৪) মারা গেছেন। শনিবার (৬ মার্চ) বিকাল ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে অপর তিন যাত্রী আহত হয়েছেন।

সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌর শহরের পদ্মপুকুর পাড় এলাকার মৃত বিশ্বেশ্বর রায়ের ছেলে। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় সকালে বিভাগীয় প্রেসক্লাবের মিটিংয়ে যোগ দিতে ময়মনসিংহে গিয়েছিলেন। কাজ শেষে সিএনজিযোগে দুর্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকাল আনুমানিক ৫টার দিকে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার শ্যামগঞ্জ-ময়মনসিংহ সড়কের গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় মারা যান।

এ ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।

সারাবাংলা/এমও

নেত্রকোনা সড়ক দুর্ঘটনা সাংবাদিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর