‘ডিজিটাল নিরাপত্তা আইন একটি ভয়াবহ কালো আইন’
৬ মার্চ ২০২১ ২১:০৪ | আপডেট: ৭ মার্চ ২০২১ ০০:৩১
চট্টগ্রাম ব্যুরো: ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘ভয়াবহ কালো আইন’ হিসেবে অভিহিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন। অবিলম্বে এই আইন বাতিলের দাবিও জানিয়েছেন তিনি।
শনিবার (৬ মার্চ) বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে শাহাদাত এ দাবি জানান। কারাগারে লেখক মুশতাক আহমেদ ও নোয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে সাংবাদিক মুজাক্কির আহমেদের মৃত্যুর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে একের পর এক কালো আইন করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন একটি ভয়াবহ কালো আইন। এই আইন করে সরকার দেশের মানুষের মতপ্রকাশের সাংবিধানিক অধিকারকে খর্ব করেছে। এই আইন দিয়ে লেখক মুশতাককে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। কার্টুনিস্ট কিশোরকে নির্যাতন করেছে। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।’
সমাবেশে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার নেই, মতপ্রকাশের অধিকারও নেই। আজ কেউ কথা বলতে পারে না। কেউ লিখতে পারে না। এই সরকার সম্পূর্ণভাবে একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়েছে। তবে নির্যাতন-নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। তাদের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।’
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু সমাবেশে বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/টিআর
কালো আইন চট্টগ্রাম বিএনপি ডা. শাহাদাত হোসেন ডিজিটাল সিকিউরিটি আইন