Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ের কথা বলে ধর্ষণ, যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২১ ১৯:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পেয়েছে পুলিশ। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (৬ মার্চ) সকালে নগরীর চকবাজার থানার চাঁন মিয়া মুন্সি লেইনে মদিনা আবাসিক এলাকার এক বাসা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার খোরশেদ আলম (২৮) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। বাসা নগরীর চাঁন মিয়া মুন্সি লেইনে।

ঘটনার শিকার ২৫ বছর বয়সী নারী বিভিন্ন বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন বলে জানিয়েছেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী।

নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘ভিকটিম নারী গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। কিছুটা বুদ্ধি প্রতিবন্ধীও। খোরশেদ আলম বিভিন্ন দোকানে মিনারেল ওয়াটার সাপ্লাইয়ের কাজ করেন। নারীর অভিযোগ, খোরশেদ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেছে। সবশেষ গত ১ মার্চ তাকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। গত (শুক্রবার) ওই নারী থানায় এসে অভিযোগ করেন। এরপর আমরা অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেফতার করেছি।’

আক্রান্ত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে পরীক্ষা করানো হয়েছে এবং চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী।

সারাবাংলা/আরডি/টিআর

ধর্ষণ বিয়ের আশ্বাস বিয়ের প্রলোভন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর