Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকরা পরিশ্রম করে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২১ ১৭:৩৯

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লেছেন, ‘শ্রমিকরা পরিশ্রম করে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’

শ‌নিবার (৬ মার্চ) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস লিমিটেডের ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া ও মালিক-শ্রমিক মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে’

এ সময় উপস্থিত ছিলেন- বিক্রমপুর স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, বিক্রমপুর স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ স্টিল মিলস ওনারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফজলুর রহমান, বিক্রমপুর স্টিল মিলস লিমিটেডের পরিচালক রফিক উদ্দিন ও সৈয়দ আলী আকবর দুলাল, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়াসহ অনেকে।

সারাবাংলা/এমও

গোলাম দস্তগীর গাজী পরিশ্রম বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর