Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২১ ১৭:২২ | আপডেট: ৬ মার্চ ২০২১ ১৭:২৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লেছেন, ‘জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আগে ডায়েরিয়া হলেই মানুষ মারা যেতো। এখন আধুনিক চিকিৎসা সেবার কারণে মানুষ সব ধরনের রোগ থেকে মুক্তি পাচ্ছে।’

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শ‌নিবার (৬ মার্চ) দুপু‌রে বিনামূ‌ল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠা‌নে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা ব‌লেন। নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার চনপাড়া এলাকায় আল আরাফা মাদরাসা মা‌ঠে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের উদ্যো‌গে এই সেবা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ স্বাস্থ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ দায়িত্ব শুধু চিকিৎসকদের নয়, স্বাস্থ্য সচেতন সব ব্যক্তিকে নিতে হবে।’

কা‌য়েতপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন- কা‌য়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী, ফেমাস স্পেশালাইজড হাসপাতা‌লের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন ম‌হিলা লী‌গের সভাপ‌তি নাজমা খানসহ স্থানীয় গণ্যমান্যরা।

কা‌য়েতপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে ১০ জন বি‌শেষজ্ঞ চি‌কিৎস‌কের মাধ্যমে দিনব্যা‌পি একহাজার রোগীকে বিনামূ‌ল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসময় ৪০০ জ‌নের ডায়াবেটিস টেস্ট ও ৫০০ জ‌নের ফ্রি ব্লাড গ্রু‌পিং করা হয়।

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী স্বাস্থ্যসেবা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর