দেশ এখন দুঃশাসন-দুর্নীতির স্বর্গরাজ্য: ড. কামাল
৬ মার্চ ২০২১ ১৬:০৪ | আপডেট: ৬ মার্চ ২০২১ ২১:১৯
ঢাকা: আওয়ামী লীগ সরকারের নানা অব্যবস্থাপনার কথা উল্লেখ করে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে দেশ এখন দুঃশাসন ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সামনে অগ্রসর হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এই রাজনৈতিক অব্যবস্থাপনা ও অর্থনৈতিক লুণ্ঠনের প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোকাব্বির খান এমপি, দলপির ভারপ্রাপ্ত সম্পাদক আ হ ম শফিকুল্লাহ, গণফোরাম নেতা মোশতাক আহমেদ, জানে আলম, সুরাইয়া বেগম প্রমুখ।
লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘রাজনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে, জনগণের সার্বিক কল্যাণ করা। তাই বিভিন্ন শ্রেণি-পেশার জনগণকে বৈষম্য ও শোষন- নির্যাতন থেকে মুক্ত করতে না পারলে, জনগণের নিশ্চিত করা সম্ভব নয়। সংবিধানের সপ্তম অনুচ্ছেদে বর্ণিত রাষ্ট্রের মালিক জনগসন এই কথা বাস্তবায়নের জন্য আইন প্রণয়ণে ও রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ ছাড়া জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘একটি চক্রের মাধ্যমে ব্যাংক লুটপাট, শেয়ার বাজার ধ্বংস এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের টাকা আত্মসাত করে জনগণকে বঞ্চিত করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করা হয়েছে। দেশে আইনের শাসনের অভাবে সব কিছু আজ অসহায় হয়ে পড়েছে। এসব থেকে মুক্তি পেতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পছন্দেও সৎ প্রতিনিধি নির্বাচিত করতে পারলেই আইন প্রণয়নে ও আইনের নিরপেক্ষ প্রয়োগে জনগনের ভূমিকা নিশ্চিত করা সম্ভব হবে।’
সংব সম্মেলনে গণফোরাম দ্বিধাবিভক্ত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘দল থেকে কিছু লোক বেরিয়ে গিয়েছে। এতে গণফোরামের কোনো ক্ষতি হবে না। আমাদেও আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাব।’
এ সময় ড. কামাল হোসেন সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘গণফোরাম নতুন কোনো রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছে না। তবে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য যা করার তাই করা হবে।’
গণফোরাম কবে নাগাদ আন্দোলনে নামতে পারে— এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য, চলমান দুঃশাসনের বিরুদ্ধে আমরা রোজার আগেই মাঠে নামব।
তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করে বলেন, ‘সরকার জনগণের চাওয়াকে সামনে না এনে উল্টোটা করছে। সরকার নিজেই সবরকমের সমস্যা সৃষ্টি করছে। এ থেকে মুক্তি পেতে আজ সময় হয়েছে ঐক্যব্ধ হওয়ার। জনগণ ঐক্যবদ্ধ হলে দেশে সুশাসন ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা হবে।’
সারাবাংলা/এএইচএইচ/একে