Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষির উন্নতি হলেই গ্রামের মানুষের জীবন উন্নত হবে: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২১ ১৫:৪১

মুন্সিগঞ্জ: গ্রামের মানুষের জীবনমানকে উন্নত করতে চাইলে কৃষিকে উন্নত করতে হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন, ‘আমাদের গ্রামের অর্থনীতি এখনও কৃষিভিত্তিক। কৃষিকে কেন্দ্র করেই বেশিরভাগ মানুষের জীবিকা আবর্তিত হয়। সেজন্য গ্রামের মানুষের জীবনকে উন্নত করতে চাইলে কৃষিকে উন্নত করতে হবে।’

শনিবার (৬ মার্চ) সকাল ১১টায় মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করতে পারলে গ্রামের মানুষের আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে ও জীবন উন্নত হবে। অন্যদিকে অর্থনীতিতেও তা বিরাট ভূমিকা রাখবে। বর্তমান কৃষিবান্ধব সরকার এ লক্ষ্যেই কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে।’

গ্রামকে আমাদের ভুলে গেলে চলবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গ্রামে পড়াশুনা করে, গ্রাম থেকে যারা বড় হয়ে আজ যারা বিভিন্ন উচ্চপদে চাকরি করছি বা ব্যবসাসহ অন্য পেশায় সফল হয়েছি; তাদেরকে নিজেদের গ্রামকে ভুলে গেলে চলবে না। গ্রামকে আলোকিত করতে হবে, গ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মাজহারুল হক তপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আইজিপি (প্রিজন) ও পিএসসির সাবেক সদস্য মো. লিয়াকত আলী খান, সাবেক ছাত্র স্কোয়াড্রন লিডার (অব.) গোলাম কিবরিয়া আব্বাসী, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ অন্যরা।

বিজ্ঞাপন

এদিকে, গজারিয়ায় হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসব ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি বক্তা ও সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সারাবাংলা/এমও

কৃষিমন্ত্রী কৃষির উন্নতি হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর