আস্থা ভোটে ইমরান খানের জয়
৬ মার্চ ২০২১ ১৫:৩৪ | আপডেট: ৭ মার্চ ২০২১ ১৫:৩৭
পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোট জয় পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মাত্র ছয় ভোটের ব্যবধানে জয়লাভ করেন। শনিবার (৬ মার্চ) এই ভোট অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স।
ওই খবরে বলা হয়, ইমরান খানের আস্থা ভোটে জয়ের জন্য ১৭২টি ভোটের প্রয়োজন ছিল। তিনি ১৭৮টি ভোট পান। সংসদের স্পিকার এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে, এই সপ্তাহের প্রথম দিকে দেশটির অর্থমন্ত্রী সিনেট আসনে হেরে যান। এরপর ইমরান খান নিজেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন। তবে দেশটির বিরোধীদল এই ফলাফল বর্জন করেছে।