৭ মার্চ সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
৬ মার্চ ২০২১ ১২:০৪
ঢাকা: ৭ মার্চ উপলক্ষ্যে আগামীকাল দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার (৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ আহ্বান জানায়।
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটিসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (৭ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে কুরআনখানি দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও সকল অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সারাবাংলা/ইএইচটি/এএম