সোমালিয়ায় গাড়িবোমা হামলা, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
৬ মার্চ ২০২১ ১১:৫৮
৬ মার্চ ২০২১ ১১:৫৮
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন। শুক্রবার (৫ মার্চ) একটি রেস্তোরাঁর বাইরে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিস্ফোরণস্থল থেকে ২০ জনের লাশ উদ্ধার ও ৩০ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
জানা গেছে, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব। সংগঠনটি সোমালিয়া ও আশপাশের দেশগুলোতে প্রায়ই এ ধরনের গাড়ি বোমা হামলা চালায়।
সারাবাংলা/এএম