Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারাবোকে উন্নত-আধুনিক পৌরসভা করতে কাজ করছি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২১ ২০:১৬

নারায়ণগঞ্জ: তারাবো পৌরসভার সফল মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘গত ৫ বছর পৌরবাসী‌কে সঙ্গে নিয়ে তারাবো পৌরসভাকে উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করেছি। প্রতিটি ওয়ার্ডে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমি প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার আগে তারাবো পৌরসভাবাসীকে যেই কথা দিয়েছিলাম, তারাবো পৌরসভাকে উন্নত ও আধুনিক পৌরসভাতে রূপান্তরিত করবো; আমি সেই লক্ষ্যে কাজ করছি।’

শুক্রবার (৫ মার্চ) বিকা‌লে রূপগঞ্জ উপ‌জেলার রূপসী নিউমডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা ব‌লেন। তারাবো পৌরসভার সফল মেয়র হা‌ছিনা গাজী‌কে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ক‌রে পৌরসভা আওয়ামী লীগ ও সহ‌যোগী অঙ্গসংগঠন।

বিজ্ঞাপন

হাছিনা গাজী বলেন, ‘এখন তারাবো পৌরসভা উন্নত ও আধুনিক পৌরসভা হিসেবে রূপান্তরিত হয়েছে। তারা‌বো পৌরসভা এখন সারা দে‌শের পৌরসভা গু‌লোর ম‌ধ্যে শ্রেষ্ঠ পৌরসভা। এরপর পৌরবাসী ভাল‌বে‌সে আমা‌কে দ্বিতীয়বার মেয়র নির্বা‌চিত ক‌রে‌ছে। আমি পৌরবাসীর ভালোবাসার প্রতিদান দি‌তে চাই। তারা‌বোকে উন্নত ও সমৃদ্ধ পৌরসভা গড়‌তে পৌরবাসীর সহ‌যোগিতা কামনা কর‌ছি।’

পৌরসভার ব্যাপক উন্নয়ন করে পৌরবাসীর প্রত্যাশা পূরণ করবেন জা‌নি‌য়ে মেয়র হা‌ছিনা গাজী বলেন, ‘আমি একজন নারী। জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শ আমাকে রাজনীতি করতে অনুপ্রাণিত করেছে। জীবনের বাকি সময়টা মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।’

সংব‌র্ধিত হ‌য়ে তারাবো পৌরসভার সফল এই মেয়র ব‌লেন, ‘জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্বপ্নের সোনার বাংলা গড়‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কাজ ক‌রে যা‌চ্ছেন। তাই প্রধানমন্ত্রীর হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে সবাইকে ঐক্যবদ্ধভা‌বে কাজ কর‌তে হ‌বে।’

বিজ্ঞাপন

ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে সহায়তা করতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

‌তি‌নি আরও ব‌লেন, ‘আগে শুধু হাহাকার, অর্থ নাই, প্রকল্প নাই, রাস্তা ও ড্রেনের সমস্যা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ, ব্রিজ, কালভার্টসহ ব্যাপক উন্নয়ন কাজের চাহিদা ছিল পৌরসভার। আমি সুষ্ঠু ও সুন্দর একটি পরিকল্পনা গ্রহণ করে প্রথমে রাজস্ব আদায় বৃদ্ধি করি; এরপর ধীরে ধীরে বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্তির কাজে হাত দেই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউনিসেফ, জেলা পরিষদসহ বিভিন্ন দফতরে যোগাযোগ করি। রূপগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা আধুনিক রূপগঞ্জের রূপকার জননেতা গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপির সার্বিক সহযোগিতা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাই এবং মহান আল্লাহর রহমতে সফলও হই।’

তারা‌বো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান মোল্লার সভাপ‌তি‌ত্বে ও রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হি‌নের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠা‌নে- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি লায়ন মীর আব্দুল আলীম, কাঞ্চন পৌরসভার মেয়র র‌ফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়াসহ তারা‌বো পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ম‌হিলা লীগ, যুবম‌হিলা লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

পরে তারাবো পৌরসভার সফল মেয়র হা‌সিনা গাজী‌কে তারাবো পৌরসভা আওয়ামী লীগ ও সহ‌যোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মেয়র হা‌সিনা গাজীর হা‌তে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প‌রে ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের মধ্য দি‌য়ে অনুষ্ঠান শেষ হয়।

সারাবাংলা/এমও

উন্নত-আধুনিক তারাবো পৌরসভা মেয়র হাছিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর