ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে সহায়তা করতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী
৫ মার্চ ২০২১ ১৯:৩৬ | আপডেট: ৫ মার্চ ২০২১ ১৯:৩৯
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে আমাদের সহায়তা করতে হবে।’
শুক্রবার (৫ মার্চ) বিকালে রূপগঞ্জ উপজেলার রূপসী নিউমডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে তারাবো পৌরসভার সফল মেয়র হাছিনা গাজীকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তারাবো পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বলেন, ‘আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নমূলক কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর থাকার ফলে রূপগঞ্জ উপজেলা আজ উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকারের আমলে রূপগঞ্জের তারাবো পৌরসভাসহ ও ৭টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জ উপজেলার এমন কোন এলাকা নেই যেখানে সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এভাবে জগনগণের মাঝে থেকে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘নতুন নতুন আরও সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘একের পর এক উন্নয়ন করা হচ্ছে। ভুলতায় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে, মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণ করা হয়েছে। তারাবো পৌর এলাকাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে।’ এসময় তিনি তারাবো পৌরসভার উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস জানান।
সংবর্ধিত হয়ে তারাবো পৌরসভার সফল মেয়র হাছিনা গাজী তার বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।’
তারাবো পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়াসহ তারাবো পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুবমহিলা লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীকে তারাবো পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মেয়র হাসিনা গাজীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সারাবাংলা/এমও