চট্টগ্রামে যমুনা লাইফ ইনস্যুরেন্সের বিমা গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সারাবাংলা ডেস্ক
৫ মার্চ ২০২১ ১৯:১২
৫ মার্চ ২০২১ ১৯:১২
চট্টগ্রামে যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের বিমা গ্রাহক সমাবেশ ও কর্মী মতামত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) সকালে নগরীর একটি অডিটরিয়ামে এই আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- যমুনা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান।
কোম্পানির চট্টগ্রাম সার্ভিস সেন্টারের ইনচার্জ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- কোম্পানির পরিচালক মোহাম্মদ আবেদুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম খন্দকার।
এসময় যমুনা ইনস্যুরেন্স কোম্পানির শাখা অফিসের কর্মকর্তারাসহ চট্টগ্রাম অঞ্চলের বিমা গ্রাহক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও