Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের নামে উকিল নোটিশ পাঠালেন সাদেকা হালিম

ঢাবি করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২১ ১৮:০৩ | আপডেট: ৫ মার্চ ২০২১ ২২:১২

ঢাকা: গবেষণায় জালিয়াতি-সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় দুইটি পত্রিকার চারজন সাংবাদিক ও একজন প্রকাশকের নামে উকিল নোটিশ পাঠিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

উকিল নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির আলী খান রাতুল, একই পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসান, দৈনিক ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসান ও পত্রিকাটির সিনিয়র রিপোর্টার উৎপল দাস।

বিজ্ঞাপন

অধ্যাপক সাদেকা হালিম নিযুক্ত আইনজীবি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রেরিত উকিল নোটিশে দাবি করা হয়, তার ক্লায়েন্টের পূর্ব অর্জিত সম্মান, সামাজিক অবস্থান ও জনসম্মুখে অপমান করতে অন্ধভাবে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকা দুটি।

অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট চৌর্যবৃত্তির কোনো আনুষ্ঠানিক অভিযোগ নেই জানিয়ে উকিল নোটিশে বলা হয়, সংবাদ প্রতিবেদন প্রকাশকারীদের কাছে তার পেশাগত সততা নিয়ে প্রশ্ন উত্থাপনের কোনো এখতিয়ার নেই।

অভিযোগ আছে, ২০১২ সালে অধ্যাপক সাদেকা হালিম রচিত ‘পার্টিসিপেশন অব উইমেন ইন অ্যাকুয়াকালচার ইন থ্রি কোস্টাল ডিসট্রিক অব বাংলাদেশ : অ্যাপ্রোচেস টুওয়ার্ডস সাসটেইনেবল লাইভলিহুড’ শিরোনামের গবেষণা প্রবন্ধটি কয়েকটি গবেষণা প্রবন্ধ থেকে চৌর্যবৃত্তির মাধ্যমে লেখার অভিযোগ ওঠে। গবেষণায় চৌর্যবৃত্তি শনাক্ত করার সফটওয়্যার টার্নইটইনে যাচাইয়ে গবেষণায় ৮৮ শতাংশ হুবহু কপি করে লেখার প্রমাণ মিলেছে।

এদিকে অধ্যাপক সাদেকা হালিমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচায়ে তদন্ত কমিটি গঠন করতে গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। চৌর্যবৃত্তির বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

অভিযোগের সঙ্গে সাদেকা হালিম রচিত গবেষণা প্রবন্ধে চৌর্যবৃত্তির প্রমাণ হিসেবে কয়েকটি কপিও সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ‘পার্টিসিপেশন অব উইমেন ইন অ্যাকুয়াকালচার ইন থ্রি কোস্টাল ডিসট্রিক অব বাংলাদেশ : অ্যাপ্রোচেস টুওয়ার্ডস সাসটেইনেবল লাইভলিহুড’ শিরোনামে ১৫ পৃষ্ঠার গবেষণা নিবন্ধটি চৌর্যবৃত্তি শনাক্ত করার সফটওয়্যার টার্নইটইনে যাচাই করে দেখা যায়, ৮৮ শতাংশ অন্য প্রকাশনার সঙ্গে মিল।

যা ২০১২ সালে ‘ওয়ার্ল্ড জার্নাল অব এগ্রিকালচার সার্ভিসেসে’ প্রকাশিত হয়। এই প্রবন্ধে তার গবেষণায় সহযোগী হিসাবে ছিলেন ঢাবি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সেস অনুষদের ডিন কাউছার আহমেদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক শামীমা সুলতানা।

টার্নইটইনের প্রতিবেদন অনুযায়ী, প্রবন্ধটির ৮৮ শতাংশ নকলের মধ্যে Idosi.org নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ থেকে ৬১ শতাংশ নকল করা হয়েছে। ওই নিবন্ধটি ২০১০ সালে প্রকাশিত হয়েছিল।

এ ছাড়া bfrf.org এবং bangladesh.nlembassz.org এ প্রকাশিত দুটি প্রবন্ধ থেকে ৮ শতাংশ করে, shrimpfoundation.org ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধ থেকে তিন শতাংশ, csd.ulan.edu. bd- থেকে দুই শতাংশ এবং pubs.iclarm.net, journals.sagepub. com, documents.mx, mafiadoc.com, rfldc-noakhali.org, www.difd.stir.ac.uk ও www.bracresearch.org থেকে যথাক্রমে এক শতাংশ করে নকল পাওয়া গেছে বলে দাবি করা হয়।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সারাবাংলাকে জানান, এমন একটি অভিযোগ পেয়েছি। আমার কাছে কিছু কাগজপত্রও আছে। সব কাগজপত্র মন দিয়ে দেখতে পারিনি এখনও। এটি নিয়ে কাজ করব আমরা।

সারাবাংলা/আরআইআর/একে

গবেষণায় চুরি টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় সাদেকা হালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর