Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ১১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ ২০২১ ১৭:৪০

তুরস্কের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সৈন্যের মৃত্যু হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। খবর এএফপি।

টেলিভিশনে প্রচারিত দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা যায় মাটি তুষারপাতে ঢেকে গেছে এবং পার্বত্য এ অঞ্চলে ঘন মেঘের কারণে স্বল্প দূরত্বে কিছু দেখা যাচ্ছে না। তুরস্কের ক্ষমতাসীন একেপি দলের আইনপ্রণেতা তোলগা আগর টুইটার বার্তায় জানান, মৃতদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ওসমান ইরবেস রয়েছেন। ইরবেস তুরস্কের সেনাবাহিনীর ৮ম সৈন্যদলের প্রধান হিসেবে সরকারিভাবে তালিকাভূক্ত।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট দফতরের এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান টেলিফোন করে ইরবেসের ছেলে ইজিতাল্প ও তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটি উড্ডয়নের ৩০ মিনিট পর বিতিলিস প্রদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১১টায় মৃতের সংখ্যা সংশোধনের আগে এ মন্ত্রণালয় প্রাথমিকভাবে নয় সৈন্যের মৃত্যু এবং চারজন আহত হওয়ার কথা জানিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্র এ দুর্ঘটনার পরপরই ন্যাটোর মিত্র এ দেশের প্রতি তাদের শোক জানিয়েছে।

সারাবাংলা/একেএম

তুরস্ক মৃত্যু সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত