Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনমন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২১ ১৫:১৫ | আপডেট: ৫ মার্চ ২০২১ ১৮:১০

ব্রাহ্মণবাড়িয়া: জেলার কসবা উপজেলা পরিষদে আইনমন্ত্রী আনিসুল হকের সভাস্থলের বাইরে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল এবং মেয়র প্রার্থী এমএ আজিজের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। মন্ত্রীর বক্তব্য চলাকালে উপজেলা পরিষদের বাইরের সড়কে সংর্ঘষ শুরু হলে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখে সভাস্থল ত্যাগ করেন। এসময় পুলিশ সংর্ঘষে জড়িতদের ছত্র ভঙ্গ করে দেয়। দুপুর পৌনে একটা পর্যন্ত থেমে থেমে সংর্ঘষ চলার খবর পাওয়া যায়।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক বছর পর মন্ত্রী নিজ নির্বাচনি এলাকায় আসেন। ওই ঘটনাকে কেন্দ্র করে কসবার বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েলের সর্মথকরা উপজেলা কমপ্লেক্সের কাছে স্লোগান দিতে থাকে। এসময় অপর মেয়র প্রার্থী এমএ আজিজের সমর্থকরাও পাল্টা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির শুরু হয়। পরে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করেন। সংঘর্ষ চলাকালে অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করেন। এখনও পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/একেএম

আইনমন্ত্রী আনিসুল হক কসবা টপ নিউজ ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর