Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রূপগঞ্জে এমন কোনো এলাকা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২১ ১৪:৫৩ | আপডেট: ৫ মার্চ ২০২১ ১৬:৫৮

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। সারাদেশের মতো রূপগঞ্জেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। রূপগঞ্জে এমন কোনো এলাকা নেই, যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।

‌শুক্রবার (৫ মার্চ) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে কায়েতপাড়া ইউনিয়নের ২, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছা‌সেবক লীগের নবগঠিত কমিটির প‌রি‌চি‌তি সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বী‌রপ্রতীক বলেন, জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সবাইকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।‌ একইসঙ্গে বঙ্গবন্ধু কী চেয়েছিলেন, কিভাবে দেশটাকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন, সে জায়গায় আমাদের কাজ করতে হবে।

এ সময় রূপগঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক লীগের সভাপ‌তি আলমগীর হো‌সেন, সি‌নিয়র সহ-সভাপ‌তি প্রফেসর শামীম আলম, সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়সহ নবগ‌ঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একেএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর