Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন পায়রা সেতু থেকে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৫ মার্চ ২০২১ ০৯:২৬ | আপডেট: ৫ মার্চ ২০২১ ০৯:৫১

প্রতীকী ছবি

বরিশাল: পায়রা নদীর ওপর নির্মাণাধীন সেতু থেকে নিচে পড়ে মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাফিজের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কানকি বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন পায়রা সেতুর লেবুখালী ফেরিঘাট প্রান্তের অন্তত ১২০ ফুট উচ্চতায় কাজ করার সময় হঠাৎ পা ফসকে নির্মাণ শ্রমিক মোস্তাফিজ নিচে পাকা রাস্তার ওপর পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মেহেদি হাসান জানান, শেবাচিম হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা /এসএসএ

বরিশাল শ্রমিক নিহত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর