১০ তরুণ উদ্ভাবককে প্রশিক্ষণ দেবে কোরিয়া
৪ মার্চ ২০২১ ২৩:৪১ | আপডেট: ৫ মার্চ ২০২১ ০০:০১
ঢাকা: ব্যবসায় বিষয়ক প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে তরুণ ১০ উদ্ভাবকের পাঁচটি টিম। সেখানে কোরীয় বিশেষজ্ঞ, উদ্ভাবক ও প্রশাসকদের সঙ্গে ছয় মাস তাদের ব্যবসায় ও বাণিজ্যিকীকরণের সুযোগ বিকাশের চিন্তাধারা নিয়ে কাজ করবেন।
ঢাকায় অবস্থিত কোরিয় মিশন থেকে বৃহস্পতিবার (৪ মার্চ) পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, এই তরুণদের কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিসি) ও কোরিয়া ইনোভেশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কেআিইপিএ) কোরিয়াতে প্রশিক্ষণ ও দক্ষতা লাভে সহায়তা করবে। পাশাপাশি আন্তর্জাতিক উদ্যোক্তা ও বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করতেও তাদের সহায়তা করবে।
এছাড়াও আন্তর্জাতিক প্যাটেন্ট, ডিজাইন, কপিরাইট ও ট্রেডমার্ক অধিকার কিভাবে পেতে হয়, সে বিষয়ে তাদের সহায়তা করা হবে। পাঁচটি দল গত ডিসেম্বরে তিন হাজারেরও বেশি আবেদনকারীর মধ্যে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়।
চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে যে পাঁচটি দল কোরিয়া যাচ্ছে তারা হলো— কৃষিয়ান ডটকম, চার ছক্কা, এএনটিটি রোবোটিক্স, রোক্ষি লিমিটেড ও ছবির বক্স।
বাংলাদেশে নিযুক্ত কোরিয় রাষ্ট্রদূত লি জাং-কুন ১০ নবীন উদ্ভাবকের প্রত্যাশা ও লক্ষ্য শুনে তাদের সক্ষমতা বাড়াতে, বিশেষত উদ্যোক্তা ও উদ্ভাবনী সূচনার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত লি জাং-কুন আশাবাদ জানান, তারা কোরিয়ায় প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞান ভাগাভাগি করে এবং বহু উচ্চাকাঙ্ক্ষী তরুণ বাংলাদেশের উদ্ভাবককে উদ্বুদ্ধ করে তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ এজেন্ট হতে পারে।
সারাবাংলা/জেআইএল/টিআর