Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আউটকাম বেজড এডুকেশনে’র টেমপ্লেট চূড়ান্ত করেছে ইউজিসি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২১ ১৭:৪৫ | আপডেট: ৪ মার্চ ২০২১ ২৩:৪৪

ঢাকা: ‘আউটকাম বেজড এডুকেশন (ওবিই)’ টেমপ্লেটের সংশোধিত সংস্করণ ও মূল্যায়ন অংশ চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ওবিই টেমপ্লেটের সংশোধিত সংস্করণ ও মূল্যায়ন অংশ চূড়ান্ত করা হয়।

অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য ওবিই টেমপ্লেট সংশোধনের কিছু কিছু সংস্করণ বা সংশোধন প্রয়োজন ছিল। কাজটি আন্তরিকতার সঙ্গে শেষ করার জন্য তিনি বিষেশজ্ঞ কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

ওবিই টেমপ্লেট প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে এবং বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ইউজিসি আশা প্রকাশ করেছে। ইউজিসি জানিয়েছে, ওবিই টেমপ্লেট কার্যকর করার জন্য ইউজিসি এখন একটি প্রশিক্ষণের আয়োজন করবে।

সভায় বিষেশজ্ঞ কমিটির সদস্য অধ্যাপক ড. এস এম কবির, সদস্য বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল ও অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউজিসি’র ১৫৭তম পূর্ণ কমিশন সভায় আউটকাম বেজড এডুকেশন (ওবিই) টেমপ্লেট অনুমোদন করা হয়। টেমপ্লেটটি আরও পরিমার্জন ও এর মূল্যায়ন অংশকে আরও কার্যকর করার লক্ষ্যে পরামর্শ দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/টিএস/টিআর

আউটকাম বেজড এডুকেশন ইউজিসি ওবিই প্ল্যাটফর্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর