Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত ব্যক্তির ব্যাংকের টাকা কে পাবেন প্রশ্নে লিভ টু আপিল গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২১ ২৩:০৮ | আপডেট: ৪ মার্চ ২০২১ ২৩:১৪

ঢাকা: মৃত ব্যক্তির ব্যাংকে হিসাবে থাকা টাকা নমিনি নয়, উত্তরাধিকারীরা পাবেন; হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল গ্রহণ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৪ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ এই আদেশ দেন।

লিভ টু আপিল গ্রহণের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে নমনিদের পক্ষের আইনজীবী অমিত দাশ গুপ্ত বলেন, ‘আপিল বিভাগ আজ লিভ টু আপিল গ্রহণ করেছেন। এর ফলে মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত মৃত ব্যক্তির ব্যাংকে হিসাবে থাকা টাকা নমিনিই পেতে আইনগতভাবে কোনো বাধা নেই।’

এর আগে, ২০১৬ সালের ৩ এপ্রিল মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, উত্তরাধিকারীরা পাবেন বলেন রায় দেন হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত এক মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে রায়টি দিয়েছিলেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৪ সালের মার্চে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর শহিদুল হক চৌধুরী তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি করে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র রাখেন।

পরে শহিদুল হক মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী পুরো টাকা একাই ভোগ করতে চাইলে মৃত শহীদুলের প্রথমপক্ষের সন্তানরা টাকা দাবি করে মামলা করেছিলেন। তবে নিম্ন আদালত রায় দেন, যিনি নমিনি তিনিই সেই টাকা পাবেন।

নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে, মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয়, উত্তরাধিকারীরা পাবেন বলে হাইকোর্ট রায় দেন। পরে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর