‘ছাত্রনেতাদের মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন’
৪ মার্চ ২০২১ ২২:২৫ | আপডেট: ৪ মার্চ ২০২১ ২২:৩৮
চট্টগ্রাম ব্যুরো: কারা অভ্যন্তরে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার ছাত্রনেতাসহ সবার মুক্তি দাবি করে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে নগরীর আন্দরকিল্লা থেকে ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ’ ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে যান নেতাকর্মীরা। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্রনেতারা বলেন, ‘লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে গণতান্ত্রিক আন্দোলনে, ছাত্র-জনতার মশাল মিছিলে ন্যাক্কারজনকভাবে হামলা চালায় পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েই পুলিশ ক্ষান্ত হয়নি সেদিন, ছাত্র ইউনিয়নের নেতাসহ সাত জনকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর নিবর্তনমূলক আইনের ১০টি ধারায় তাদের বিরুদ্ধে মামলা দেয়। জামিন চাওয়ার পর আদালত জামিন দিচ্ছে না।’
‘ছাত্রনেতারা লুটেরা-সন্ত্রাসী নন। তারা রাষ্ট্রের নিপীড়নমূলক আচরণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গ্রেফতার হয়েছেন। এ দেশে এখন লুটেরারা একের পর এক অপরাধ করেও কয়েক ঘণ্টার মধ্যে জামিন পেয়ে যায়। এমনকি বিশেষ আদালত বসিয়ে জামিন দেওয়া হয়। অথচ কোনো অপরাধ না করেও আজ হয়রানিমূলক ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে মিথ্যা মামলা করে শিক্ষার্থীদের কারাগারে রেখেছে এ সরকার। আমরা বলতে চাই, অবিলম্বে ছাত্রনেতাসহ গ্রেফতার সবাইকে মুক্তি দিতে হবে। ডিজিটাল আইন বাতিল করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে,’— বলেন বক্তারা।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা কমিটির সভাপতি এ্যানি সেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ফাহাদ জামান জনি, ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি রায়হান উদ্দিন, ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) চট্টগ্রাম নগরের ভারপ্রাপ্ত সভাপতি দীপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সদস্য মুশফিক উদ্দীন, ছাত্র ফেডারেশন (জাতীয় মুক্তি কাউন্সিল) কেন্দ্রীয় সদস্য কাজী আরমান।
সারাবাংলা/আরডি/টিআর
কারাগারে মৃত্যু প্রগতিশীল ছাত্র সংগঠন বিক্ষোভ বিক্ষোভ মিছিল লেখক মুশতাক আহমেদ সমাবেশ