Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিআরটিএ অফিস কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২১ ২২:১৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ রেজা বসুনিয়া নামে বিআরটিএ অফিসের কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার গুয়াগাঁ এলাকায় প্রাইভেটকারের চাকা বিকল হলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেটকারযোগে রাণীশংকৈল উপজেলায় নানির বাড়িতে বেড়াতে যাওয়ার পথে হঠাৎ তার প্রাইভেটকারের সামনের চাকা বিকল হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার পাশে খাদে পড়ে যায়।  এ সময় ঘটনাস্থলেই মারা যায় ওই কর্মকর্তা।

মাসুদ রেজা নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১১নং ওয়ার্ড নতুন বাবু পাড়া গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে। নিহত মাসুদ রেজা নীলফামারী জেলার বিআরটিএ অফিসের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে মাসুদ রেজা নীলফামারীর বিআরটিএ অফিসের কর্মকর্তা ছিলেন।’

লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একে

ঠাকুরগাঁও বিআরটিএ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর