Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগ নেতা হত্যার দায় স্বীকার করে ২ আসামির জবানবন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২১ ২২:১১

মানিকগঞ্জ: অভ্যন্তরীণ কোন্দলের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যার ঘটনা জড়িত থাকার অপরাধে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে দুই আসামি ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো- ইমরান মোল্লা (২০), ইমান আলী (৩০) ও মো. সোহান মোল্লা (১৬)। তাদের সবার বাড়ি উপজেলার আজিমপুর এলাকায়। এদের মধ্যে ইমরানও ইমান আলী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের কাছে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

বিজ্ঞাপন

আরেক আসামি সোহান মোল্লা নাবালক হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে হরিরামপুর উপজেলা ছাত্রলীগ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ফারুক হোসেন মিরুকে হত্যার ঘটনায় তার বড় ভাই রিয়াজুল করিম বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজহারভুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আটোরিকশা, একটি রামদা ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

মামলার এজহারে বলা হয়েছে, দলীয় কোন্দলের জেরে সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে সিংগাইর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলাল ও তার বড় ভাই উপজেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ওরফে আঙ্গুর ফারুক। একমাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে হরিরামপুর উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর উপজেলা চত্বরে এই মানববন্ধন করা হয়।

সারাবাংলা/এমও

ছাত্রলীগ নেতা হত্যা জবানবন্দি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর