মাদরাসায় যৌন নিপীড়নে অধ্যক্ষ গ্রেফতার, ৬ শিশু উদ্ধার
৪ মার্চ ২০২১ ২০:১২ | আপডেট: ৫ মার্চ ২০২১ ০০:২০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সাত শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মাদরাসায় অভিযান চালিয়ে পুলিশ নিপীড়নের শিকার ছয় শিশু শিক্ষার্থীকে উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে ‘রহমানিয়া তাহফিজুল কোরআন বালক বালিকা একাডেমি’ নামে ওই মাদরাসায় অভিযান চালায় পুলিশ।
গ্রেফতার হাফেজ নাজিম উদ্দিন (৪০) ওই মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
ওসি আবুল কাশেম সারাবাংলাকে বলেন, ‘মাদরাসায় এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পেয়ে আমরা সেখানে অভিযান চালায়। সেখানে আরও কয়েকজন শিক্ষার্থী একই অভিযোগ করেন। তাদের সবার বয়স ১০-১২ বছরের মধ্যে। নিপীড়নের শিকার সাতজন শিক্ষার্থীর পরিচয় আমরা পেয়েছি। ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এক শিশু আগেই বেরিয়ে অভিভাবকের মাধ্যমে থানায় অভিযোগ করেছিলো। আরও কয়েকজন একইভাবে নিপীড়নের শিকার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।’
শিক্ষক নাজিমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আবুল কাশেম।
সারাবাংলা/আরডি/এমও