শেখ হাসিনার সরকার গরিববান্ধব: বস্ত্র ও পাটমন্ত্রী
৪ মার্চ ২০২১ ২০:০৩ | আপডেট: ৪ মার্চ ২০২১ ২০:১৩
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় পরিচয় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে পরিচিত একজন মমতাময়ী, মানবতাবাদী এবং দেশপ্রেমিক সরকারপ্রধান জননেত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার হচ্ছে গরিববান্ধব সরকার।’
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক ও ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন বস্ত্র ও পাটমন্ত্রী।
অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী ১৮ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এছাড়া ৯১ জন ক্যানসার-কিডনি রোগির মাঝে ৫০ হাজার টাকা করে চেক দেওয়া হয় এবং ৩৪ জন বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে ১০ হাজার করে টাকা বিতরণ করা হয়। এ সময় মোট ৪৮ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের অবহেলিত-বঞ্চিত মানুষেরা নিজের প্রাপ্য অধিকার পান। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের মানুষ কোনো সুযোগ-সুবিধা পায়নি। শুধু তাই নয়, অতীতে কোনো সরকারের আমলেই দেশের মানুষ এত সুবিধা পায়নি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র নেত্রী, যিনি গরিব মানুষের কষ্ট বোঝেন। তাই তো তিনি দুঃখী মানুষের কষ্টে চুপ থাকতে পারেন না। বাংলাদেশে আর যেন কোনো গরিব মানুষ না থাকে সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই তাঁর জীবনের লক্ষ্য।’
গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারী শিক্ষায় তার সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। নারীদের বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না। শিক্ষা ক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য করা যাবে না। বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সহযোগিতা করে যাচ্ছে।’
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদারসহ অনেকে।
এদিকে বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। এ সময় মন্ত্রী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে পৌর পরিষদের মাসিক সভায় যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী।
সারাবাংলা/এমও
গরীববান্ধব গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী শেখ হাসিনার সরকার