Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের ১৯ পুলিশের ভারতে আশ্রয় প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২১ ১৬:২৪ | আপডেট: ৪ মার্চ ২০২১ ২০:২১

সীমান্ত পার হয়ে ভারতের মিজোরাম রাজ্যে প্রবেশ করে দেশটিতে আশ্রয় প্রার্থনা করেছেন মিয়ানমারের ১৯ পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার (৪ মার্চ) ভারতের একজন পুলিশ কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিজোরামের সেরচিপ জেলার পুলিশ সুপার স্টিফেন লালরিনাওমা বলেন, মিয়ানমারে চলমান সামরি শাসনের ভয়ে তারা পালিয়ে ভারতে এসেছে।

মিয়ানমারের ওই তিন নাগরিক বুধবার (৩ মার্চ) স্থানীয় সময় বিকেলে সীমান্ত পার হয়ে ভারতের ভূ-সীমায় প্রবেশ করে।

এদিকে মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে সামরিক বাহিনী। এনএলডির নেত্রী অং সান সু চি ও অন্যান্য নেতাদের গ্রেফতার করে কারাবন্দি করে রেখেছে সামরিক জান্তা।

১ ফেব্রুয়ারির ওই সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। গণতন্ত্র পুনর্বহাল ও সু চিসহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে জনতা। প্রথমদিকে সংযম দেখালেও ক্রমেই সহিংসপন্থায় বিক্ষোভ দমন করার চেষ্টা নিয়েছে সামরিক কর্তৃপক্ষ, এতে এ পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবেশী ভারতের সঙ্গে মিয়ানমারের এক হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে।

সারাবাংলা/একেএম

৩ পুলিশ সদস্য ভারতে আশ্রয় প্রার্থনা মিয়ানমারে সেনা অভ্যুত্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর