Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্‌ওয়ার আহমদ স্মৃতিপদক পাচ্ছেন ‘পাঁপড়’ সম্পাদক অদ্বৈত মারুত

সারাবাংলা ডেস্ক
৪ মার্চ ২০২১ ১৬:০১

ঢাকা: লিটল ম্যাগাজিন ‘পাঁপড়’ সম্পাদনার জন্য কবি অদ্বৈত মারুতকে ২০২০ সালের ‘কবি সম্পাদক আ্নওয়ার আহমদ স্মৃতিপদক’র জন্য মনোনীত করেছে বগুড়া লেখক চক্র। বগুড়া লেখক চক্রের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

লিটল ম্যাগাজিন সম্পাদনার জন্য ২০১০ সাল থেকে কবি আন্ওয়ার আহমদ স্মরণে বগুড়া লেখক চক্র এ স্মৃতিপদক প্রদান করে আসছে।

আগামী ১৯ মার্চ শুক্রবার বিকেলে বগুড়ায় কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অদ্বৈত মারুতের হাতে এই  সম্মাননা তুলে দেওয়া হবে। সভায় কবিপুত্র নাজিম আনওয়ার রূপমসহ কবি সাহিত্যিক ও সংস্কৃতিকর্মিরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, কবি সম্পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২৪ ডিসেম্বর ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)

সারাবাংলা/একে

অদ্বৈত মারুত আন্ওয়ার আহমদ বগুড়া লেখক চক্র লিটলম্যাগ পাঁপড়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর