Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে কমলেও লেনদেন বেড়েছে সিএসইতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২১ ১৬:৪১

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে লেনদেনে ভিন্ন ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন কমলেও অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা বেড়েছে। একই অবস্থা শেয়ারের দাম বৃদ্ধির ক্ষেত্রেও। এদিন ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দাম কমলেও সিএসইতে বেড়েছে। তবে দিনশেষে উভয় পুঁজিবাজারে সূচক বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৭টি কোম্পানির ১৭ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৬৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব বিভিন্ন কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৫০টির এবং ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমানা দাড়াঁয় ৭০৭ কোটি ৫৪ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিলো ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৫ পয়েন্টে উঠে আসে। ডিএসই শরিয়া সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৫০টি কোম্পানির ১ কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৮৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৮০ কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২ পয়েন্টে উন্নীত হয়। এদিন সিএসইতে ৭৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

ডিএসই শেয়ার বাজার সিএসই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর