ঘেরাও কর্মসূচি থেকে বাঁচতে ঢাকায় সিন্ডিকেট সভা করি: কলিমউল্লাহ
৪ মার্চ ২০২১ ১৫:০১ | আপডেট: ৪ মার্চ ২০২১ ১৭:০৭
ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বিআরইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর একবারই সেখানে সিন্ডিকেট সভা করেছেন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। এর কারণ হিসেবে তিনি জানান, প্রথম সিন্ডিকেট সভা চলাকালীন সেখানে ঘেরাও কর্মসূচি হয়েছিল। তাই কোনোভাবেই যাতে ঘেরাও করতে না পারে, সেজন্য সিন্ডিকেট সভা ঢাকায় অনুষ্ঠিত হয়ে থাকে।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কলিমউল্লাহ আরও বলেন, ‘প্রথম সিন্ডিকেট সভা রংপুরে করতে গেলাম। কিছুক্ষণ পর কিছু শিক্ষক-শিক্ষার্থীরা ঘেরাও করে ফেলল। অন্যান্য সদস্যদের জিজ্ঞেস করলাম, কেন তারা বিক্ষোভ করছে। তখন তারা বলেন, স্যার এখানে এটাই হয়ে থাকে। নানান দাবি নিয়ে সিন্ডিকেট সভা চলাকালীন তারা ঘেরাও কর্মসূচি পালন করে। এজন্যই সিন্ডিকেট সভাগুলো আর রংপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা হয়নি। পরবর্তী সিন্ডিকেট সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘কোনোভাবে ঘেরাও হওয়া যাবে না। ঘেরাওয়ের হাত থেকে বাঁচতেই ঢাকায় সিন্ডিকেট সভা করা হয়েছে।’
অভিযোগ আছে নিয়োগের ১ হাজার ৩০০ দিনের মধ্যে ১ হাজার ১০০ দিনই আপনি ক্যাম্পাসে উপস্থিত থাকেননি—জানতে চাইলে ভিসি বলেন, ‘এটা সর্বৈব মিথ্যা কথা। আমি যেখানেই থেকেছি বিশ্ববিদ্যালয়ের কাজ করেছি। আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকেছি কিন্তু ঘেরাওকারীরা আমাকে পায়নি। যারা কাজের জন্য আমাকে খুঁজেছে, তারা আমাকে ঠিকই পেয়েছেন। আর যারা ঘেরাওয়ের জন্য খুঁজেছেন তারা পাননি। আমি কোনোভাবেই ঘেরাওকারীদের রোষানলে পড়িনি। এটা আমার কৌশল। ষড়যন্ত্রকারীদের সব সময় পরাজিত করেছি।’
সারাবাংলা/ইউজে/এমআই