Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলার আসামির ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২১ ০৮:৫৯

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাশেম চেয়ারম্যানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. হুমায়ুনের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আসামিকে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তর করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই রায় দেন।

বিজ্ঞাপন

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ।

তিনি বলেন, মৃত্যুদণ্ড পরিবর্তন করে আসামি মো. হুমায়ুনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আসামিকে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তর করতে বলা হয়েছে।

২০০৪ সালের ২৮ মার্চ কাশেম চেয়ারম্যানকে গুলি করে হত্যা করে আসামিরা। একটি কোম্পানির কাজ নিয়ে সৃষ্ট বিরোধে এই হত্যাকাণ্ড হয়। ওই ঘটনায় করা মামলায় ২০০৬ সালে মো. হুমায়ুন ও জসিমকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল মান্নান। এই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে আপিল করেন হুমায়ুন। শুনানি নিয়ে আপিল বিভাগ এ রায় দেন। তবে অপর আসামি জসিম পলাতক থাকায় তিনি আপিল করেননি।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

আদালত টপ নিউজ রায়

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর