সড়কে প্রাণ গেল নগরকান্দা মেয়রের স্ত্রী-সন্তানের, মেয়রসহ আহত ৬
৩ মার্চ ২০২১ ২৩:১০ | আপডেট: ৪ মার্চ ২০২১ ১০:৫৪
ঢাকা: ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই সরকারের স্ত্রী ও সন্তানসহ তিন জন মারা গেছেন। দুর্ঘটনায় মেয়রসহ আহত হয়েছেন ছয় জন।
বুধবার (৩ মার্চ) রাত ৯টার দিকে নগরকান্দার কালিয়ার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সঞ্চিতা সরকার মেয়র নিমাই সরকারের স্ত্রী, এবং গোবিন্দ সরকার মেয়রের সন্তান। দুর্ঘটনায় আরও নিহত হয়েছেন কামাল মাতব্বর। তিনি একই এলাকার বাসিন্দা।
নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিয়ারুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দিয়ারুল ইসলাম বলেন, নগরকান্দা থেকে মাইক্রোবাসে করে খুলনার দিকে যাচ্ছিলেন মেয়র নিমাই সরকার ও তার পরিবারের সদস্যসহ এলাকার কয়েকজন। পথে বিপরীত দিক থেকে আসা জি এস পরিবহনের একটি বাসের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
দিয়ারুল জানান, মুখোমুখি সংষর্ঘে ঘটনাস্থলেই নিহত হয়েছেন সঞ্চিতা সরকার, গোবিন্দ সরকার ও কামাল মাতব্বর। মেয়র নিমাই সরকারসহ ছয় জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে ভাঙ্গা হাইওয়ে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/এসএইচ/টিআর