‘স্বাধীনতার চেতনা বাস্তবায়নে এরশাদ সবচেয়ে বেশি কাজ করেছেন’
৩ মার্চ ২০২১ ২২:০৭ | আপডেট: ৩ মার্চ ২০২১ ২২:২২
ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি অর্জন এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। স্বাধীনতার চেতনা বাস্তবায়নে হুসেইন মুহম্মদ এরশাদ সব চেয়ে বেশি কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের জীবনী পাঠ্য বইতে সংযোজন করেছিলেন যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারে।
এ ছাড়া মুজিব নগরে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, তিন নেতার মাজার, বধ্যভূমি স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করেছেন তিনি। মুক্তিযোদ্ধাদের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান অভিহিত করে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছিলেন পল্লীবন্ধু।
বুধবার (৩ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির এক সভায় সভাপতির বক্তৃতায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ কথা বলেন।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরও বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী জাতীয় পার্টির আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রেক্ষাপট এবং কতটা অর্জন তা দেশবাসীর সামনে তুলে ধরা হবে।’
তিনি বলেন, ‘তৃণমূলে হতদরিদ্র মানুষের জীবনে স্বাধীনতার প্রকৃত স্বাদ পৌঁছে দিতে গুচ্ছগ্রাম, জাল যার জলা তার, ভূমি সংস্কারসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেন।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শেখ সিরাজ, সুনীল শুভ রায়, হাজী সাইফুদ্দিন মিলন, জহিরুল ইসলাম জহির, সাবেক প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, মো. জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, মোস্তফা আল মাহমুদ, শফিউল্লাহ শফি, এইচ.এম. শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান মিরু।
সারাবাংলা/এএইচএইচ/একে